অদ্ভুত এক এম্বিশন

প্রাইমারিতে একদিন ম্যাথ স্যার জানতে চেয়েছিলেন কার কী এম্বিশন ?

আমার বন্ধু হারুন বলেছিল,

“বড় হয়ে পাইলট হবো” !

হারুন এখন ডিস্ট্রিক ট্রাকের ড্রাইভার। এই পর্যন্ত শখানেক প্রাইভেটকার আর সিএনজি সাইজ করছে। রিক্সা যে কতগুলো ভাঙছে তার কোন ইয়াত্তা নাই।

.

আনিছ বলেছিল, বড় হয়ে সে মেরিন ইঞ্জিনিয়ার হবে !

আনিছ এখন গুদারা ঘাটে ট্রলার চালায়। দৌড়ের নাও চালনায় তার পারদর্শিতা ঈর্ষনীয়। কাঁচামালের ট্রিপ নিয়ে সে সুনামগঞ্জ টু সিলেট চলে যায় এক নিমিষেই।

.

সাবেকুন নাহার বলছিল, “স্যার আমি বড় হয়ে ডাক্তার হবো !”

ছয় সন্তানের গর্বিত জননী সাবেকুন নাহার এখন সারা বছরেই অসুস্থ্য থাকে ! ডাক্তার হতে না পাড়লেও ডাক্তারের সান্নিধ্যেই কাটে তাঁর সময়। শুনেছি আবারো তার বেবি হবে !

আবৃত্তি শিল্পী হতে চাওয়া শামীম এখন মাইকিং করে ম্যাজিক মশারি বিক্রি করে। অডিও রেকর্ডিং করে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিনশ টাকার এনার্জি লাইট একশ টাকায় বেঁচে দেয়।

.

এরশাদ বলেছিল , ইঞ্জিনিয়ার হবে !

সেই এরশাদ এখন ওয়েল্ডিং মিস্ত্রী।

“এরশাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামে একটা দোকানও আছে তার। ভালই নাকি চলে।

.

জয়নুল আবেদিনের ছবি দেখে চিত্রশিল্পী হতে চাওয়া ফাহিম এখন ভাল রং মিস্ত্রী হয়েছে। ছয় তলা এপার্টমেন্ট ছয়দিনে রং করে শেষ করে ফেলে। কোন বাড়িতে কোন রং ভাল মানাবে , রঙের গুণাগুণ, রঙের সাস্টেইনএবিলিটি সম্পর্কে তার বিশাল জ্ঞান।

বাবলু বলেছিল, বড় হয়ে সে মন্ত্রী হবে !

বাবলু এখন লিবিয়ায় ছাগ ল চড়ায়। লিবিয়ার ছাগলদের সাথে তার বিশাল সখ্যতা। তার জীবন এখন ছাগলময়।

তাকে কেউ “কেমন আছ” জিজ্ঞেস করলে , দুই বার বলে ম্যাঁ ম্যাঁ !

.

বন্ধুরা যে যা চেয়েছে তার কিছু না কিছু পেয়েছে।

কিন্তু আমিই শুধু কিছু পেলাম না !

ছোট বেলায় খুব করে চেয়েছিলাম বড় হয়ে বিয়ে করবো। আজও তা এম্বিশন-ই রয়ে গেছে !

ইন্টেক না হলেও অন্তত একটা সেকেন্ড হ্যান্ড বউ তো পেতে পারতাম ! নাকি ? 🙁

  • Related Posts

    কল্পনাতেই তুমি

    তুমি কী ঘুমাইছো?আমার তো ঘুম আহে না! কেন জানি বুকের মধ্যি চিনচিন কইরা ব্যতা করে পরানডা কেমন হায়-হুতাশ করে! আইচ্ছা! তুমি ক্যামনে ঘুমাও আমারে ছাড়া?অহন কি কাউরে জড়াই ধরো? কারো…

    সুখের লাগি চাহে প্রেম

    রবি ঠাকুরের একটা গান আছে,” এরা সুখের লাগি চাহে প্রেম,প্রেম মিলে না।শুধু সুখ চলে যায়!” সত্যিই তো!! ভালো থাকার জন্যই তো মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।অথচ মানুষ ভালোবাসে ঠিকই,তবে ভালো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেদিন ও সে [পর্ব-১০]

    সেদিন ও সে [পর্ব-১০]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]