অঘটিত প্রাক্তন

ক্ষণিকের এই জগতে তোমার সাথে আমার পরিচয় হলো। কে জানতো যে আমরা এতো কাছাকাছি চলে আসবো অল্পক্ষনেই!
হয়তো এ জন্মে তোমার সাথে আমার ঘর বাঁধা হয়ে উঠবে না। হয়তো আমার সব পাওয়ার মাঝেও “তুমি” নামক শব্দটা না পাওয়াই থেকে যাবে।
তাতে কী হয়েছে! সব কিছুই যে পেতে হবে এমন তো না। শুধু কাছে পেলেই যে ভালোবাসা হয় তা তো না। থাকুক না কিছু না পাওয়ার যন্ত্রণা!  বাস্তবে নাইবা পেলাম তোমায়। কল্পনাতে নাহয় দু’জনে মিলে হাত ধরে বেরিয়ে পড়বো কোনো একটা ভালোবাসার শহরে। কোলাহলপূর্ণ সেই ভালোবাসার শহরে কল্পনাতে নাহয় ঘর বাঁধবো দু’জনে মিলে।
তোমাকে না পাওয়ার যত সব দুঃখ, কষ্ট, অভিমান, যন্ত্রণা, হৃদয় জুড়ে থাকা সমস্ত হাহাকার উড়িয়ে দিবো সেই ভালোবাসার শহরের স্বপ্নীল আকাশে।
সব অপ্রাপ্তির বেদনা ভুলে তারপরে নাহয় দু’জন মিলে বকুল তলায় পাশাপাশি বসে সেই গভীর ভালোবাসায় আবারও পাগল হয়ে যাবো।
তাতে কী ক্ষতি আছে বলো?
এতো কিছুর পরেও যখন একাকিত্ব চারিপাশ থেকে ঘিরে ধরবে, যখন হৃদয়ের হাহাকার প্রচন্ড আকারে বেড়ে গিয়ে তোমাকে না পাওয়ার কষ্ট গুলো আমাকে আঁকড়ে ধরবে তখন নাহয় স্মৃতির পাতা গুলো খুলে বসবো।
তুমি যানো না গো, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি স্মৃতির পাতায় বন্দী করে রেখেছি। সেগুলোই নাহয় তখন দেখবো আর বলবো “ইশশশ্ কতই না পাগল ছিলাম আমরা”। তবুও মনে হবে আরও অনেক পাগলামি করার বাকি ছিলো। তখন নাহয় কল্পনাতে পাগলামি করে দু’জন একাকার হয়ে যাবো।
যখন আত্মার তৃপ্তি হবে তখন নাহয় কল্পনার শহর ছেড়ে আবার বাস্তব শহরে ফিরে আসবো। আবারও যখন তোমার সাথে ঘর বাঁধতে না পারার কষ্টে আঁতকে উঠবো তখন নাহয় আগের মতো তোমার হাত ধরে ভালোবাসার শহরে বেরিয়ে পড়বো কল্পনাতে ঘর বাঁধার জন্য।
বাস্তবে তো আর ঘর বাঁধা হবে না এ জন্মে। আমি কল্পনাতেই ঘর বাঁধবো। আমি কল্পনাতেই তোমাকে নিজের মতো করে সাজাবো। আমি কল্পনাতেই ভালোবাসতে ভালোবাসি। দুজনার মন দুজনাতে বাঁধা ছিলো এটাই তো অনেক।

  • আবেগি
  • Related Posts

    কালকূট

    এ জীবনে আমি প্রেমে পরেছিলাম দুইবার। একবার বই এর, দ্বিতীয়বার এক নাম না জানা মানুষের। ২০১১ সালের কথা। আমার তখন সবেমাত্র এসএসসি শেষ। তিনমাসের বিশাল ছুটি পেয়েছি। এই তিনমাস ভালোভাবে…

    Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেদিন ও সে [পর্ব-০২]

    সেদিন ও সে [পর্ব-০২]

     প্রজাপতি আমরা দুজন [পর্ব- ০১ ] 

     প্রজাপতি আমরা দুজন [পর্ব- ০১ ] 

    প্রণয় প্রহেলিকা [পর্ব- ৩১]

    প্রণয় প্রহেলিকা [পর্ব- ৩১]

    সেদিন ও সে [পর্ব-০১]  

    সেদিন ও সে [পর্ব-০১]  

    বাহারি স্বপ্ন [পর্ব-৩০]

    বাহারি স্বপ্ন [পর্ব-৩০]

    প্রণয় প্রহেলিকা [পর্ব-৩০]

    প্রণয় প্রহেলিকা [পর্ব-৩০]