মায়া বড়ই অদ্ভুত জিনিস

তোমার মায়া’ডা আ’ইজো আমারে কাঁদায়”

“তোমার মায়া’ডা আ’ইজো আমারে তাড়া কই’ড়া বেড়ায়!

কি’আর করবার পারবা ক’উ..?

একটু মি’ছা শান্তনা’টুকু তো দিবার পারো!!

এই যে তোমার কথা মনে হই’লেই হাতে তুই’লা নেইএক জলন্ত সিগারেট!এইটা’তে তো আর তোমারে ভুইলা যাওয়ার কোন ঔষধ নাই?

আই’জগা তুমিই আমারে ক’উ..?

তোমারে ভুলার লাগি’কী এমন কোন ঔষধ আছে যা তোমার সৃতি গুলা ভুলা’ইয়া আমরে তোমার মতো পাশান কইরা তুল’বার পারে আছে কি এমন ঔষধ হগ্গল দুনিয়ার মইধ্য!!

আ’ইজ কত’টা দিন পার হইয়া গেলো!!

আমার মাথার চুলে কেউ হাত বুলাইয়া আদর করে’না!

আ’ইজ কতটা বছর কাইটা গেলো!!

আমারে চো’খে চো’খ রাই’খা কেউ ভলোবাসি কয়’না?!

তুমি’তো চাই’লেই পারো আমারে একটু মি’ছা মি’ছি শান্তনা দিবার!যানি তুমি আর কহ’নোই ফিরবা না!আর কহ’নোই আমার হইবা’না তবুও কেন যে তোমার লাগি এই পারান’ডা কাঁনদে তুমি কী আমারে কই’বার পারো একটু!!

তোমার মইধ্য কি এমন মায়া তা আমি যানি’না!সখী যহ’নি তোমার সামনে আই’সা দাড়াই আমার ভেতর’ডা কেমন যানি ঠান্ডা হইয়া যায়! আমার গায়ে কেমন যানি শিহরণ দিয়া ওঠে!!

এমন টা কে’ন হয় তুমি আমারে কই’বার পারো

হয়তো’বা আমার দিক থেই’কা তোমার প্রতি ভালো’বাসা কিন্চি’ত পরিমাণ কমে নাই তাই হয়’তো এমন’ডা হয়! খ’নে খ’নে তোমারে মনে পরে!!

তোমার কথা মনে হইতেই ভেতর’ডা কেমন যানি মোচ’ড়াইয়া উঠে! কেণ যানি এই বক’খান নিশ্ব লাগে! কেণ এমন হয় আমার তুমি কইবার পারো!

আমি তোমারে কথা দিছিলাম’না তুমি যদি কহ’নোই আমারে ছাইড়া যাও আমি এক্কে’বারে শূন্য হ’ইয়া যাইমু এক্কে’বারে নিশ্ব হই’য়া যাইমু!!

দেহো আ’ইজ তুমি হী’না আমি আ’ইজ এক্কে’বারে শূন্য এক্কে’বারে নিশ্ব।আ’ইজ মা’ইন’ষে আমারে ক’য় আমার নাকি রোগ হইছে আমি নাকি এক’খান মান”সিক রোগী!!

আ’ইচ্ছা আমি কি আর এমন ছিলাম! লো’কে’তো ঠিক’ই কই’ছে আমি একটা মান”সিক রোগী! তারা হগ্গল মা’ইন’ষে তো আর যা’নে’না আমি কোণ রোগের রোগি আমি যে প্রেম বি’চ্ছে’দের রোগা!

আমার এই রো’গের যে কোন ঔষধ না’ই তুমি ছা’ড়া!তো’মারে ছা’ড়া তো কহ’নোই এই রোগ ভা’লা হই’বো’না! মা’ইন’ষে কে’ন এই’ডা বোঝে’না!

হে’রা কি পার’বো’না আমার সখী’রে আমার কাছে ফিরা’ইয়া দিবার আমি তো আর পার’তা’ছিনা স’খী!!

হয়’তো এক’দিন তোমারে দেখ’বার লা’গি ভী’ষন আ’ক্ষে’প নি’য়া এই দুনি’য়ার মায়া’ডাই ত্যাগ করুমু!!

ত’হ’ন কি তুমি আমারে একটা ন’জর দেখতে আইবা স’খী!!

একটা’বারের লাগি আমারে বুকে জড়া’ইয়া কান’বা স’খী!!

Muntakim

  • Related Posts

    কল্পনাতেই তুমি

    তুমি কী ঘুমাইছো?আমার তো ঘুম আহে না! কেন জানি বুকের মধ্যি চিনচিন কইরা ব্যতা করে পরানডা কেমন হায়-হুতাশ করে! আইচ্ছা! তুমি ক্যামনে ঘুমাও আমারে ছাড়া?অহন কি কাউরে জড়াই ধরো? কারো…

    সুখের লাগি চাহে প্রেম

    রবি ঠাকুরের একটা গান আছে,” এরা সুখের লাগি চাহে প্রেম,প্রেম মিলে না।শুধু সুখ চলে যায়!” সত্যিই তো!! ভালো থাকার জন্যই তো মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।অথচ মানুষ ভালোবাসে ঠিকই,তবে ভালো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেদিন ও সে [পর্ব-১০]

    সেদিন ও সে [পর্ব-১০]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]