এক মুঠো অভিযোগ

সামান্য কারনে যোগাযোগ বন্ধ করে দেয়াটা ছিলো আপনার প্রিয় মানুষের অযুহাত, এবং পরিকল্পনা মাত্র। প্রিয় মানুষ বদলে যেকোনো পরিস্থিতিতেই যেতে পারে!

বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে সব কিছু পরিকল্পনা করে হয়, সেইটা বে’ইমানি হোক কিংবা কাউকে গভীর ভাবে ঠ’কানো কিন্তু ক’ষ্ট-টা সত্যিই খুব ভয়াবহ!

আপনার ভালোবাসার মানুষের কাছে আপনি একটা সময় বিনা অপরাধে শাস্তি পাবেন, বিনা কারণে আপনি ক’ষ্ট পাবেন, সে যোগাযোগ অফ করতে চাইবে। এটাই স্বাভাবিক কারণ তার য’খনই চলে যাবার সময় হবে তখন আপনি তাকে যতটা আগলে রাখেন না কেনো, সে থাকবে না, তাকে শেকলে বেঁধে রাখলেও সে চলে যাবেই, সকল মায়া ভুলে।

আসলে যার ঠ’কানোর ইচ্ছা সে আপনাকে যেকোন অবস্থায় ঠ’কাতে চাইবে। যার প্রয়োজন মিটে গেছে মোহ কেটে গেছে স্বা’র্থের কাছে, সে আপনার ভালোবাসা বুঝবেও না। তাই জোর করে লাভ ও নেই।

তাই কেউ চলে যেতে চাইলে, কেউ আপনাকে ভুল বুঝলে আবেগ নিয়ন্ত্রণ করুন। আবেগের বশে ভুল না করে তাকে চলে যেতে দিন। একজন সত্যিই কার ভালোবাসার মানুষের কাছে আপনি কেমন তা প্রুফ দিবার দরকার পরবে না।

কেউ একজন আপনাকে না চাইলে তার জন্য পাগলামি করতে নেই, এতটা সস্তা হতে নেই। আসলে আজ যে মানুষটা আপনাকে সহজে পেয়ে যাবে, কাল আপনাকে পেয়ে সেই মানুষটাই খুব বেশি অবহেলা করবে।

তাই কঠিন হলেও যে মানুষটা আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে চাই, যে মানুষটা আপনার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নিতে চাই, তাকে এড়িয়ে চলুন।

অভ্যাস করুন, সময় মানুষকে ভুলে থাকতে শিখায়, সময়ের কথা ভেবে হলেও বুঁকে হাজারও কষ্ট হলেও বেঁচে থাকেন, একদিন নিজকে বদলে ফেলবেন এই প্রত্যাশায়।🖤

  • Related Posts

    কল্পনাতেই তুমি

    তুমি কী ঘুমাইছো?আমার তো ঘুম আহে না! কেন জানি বুকের মধ্যি চিনচিন কইরা ব্যতা করে পরানডা কেমন হায়-হুতাশ করে! আইচ্ছা! তুমি ক্যামনে ঘুমাও আমারে ছাড়া?অহন কি কাউরে জড়াই ধরো? কারো…

    সুখের লাগি চাহে প্রেম

    রবি ঠাকুরের একটা গান আছে,” এরা সুখের লাগি চাহে প্রেম,প্রেম মিলে না।শুধু সুখ চলে যায়!” সত্যিই তো!! ভালো থাকার জন্যই তো মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।অথচ মানুষ ভালোবাসে ঠিকই,তবে ভালো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেদিন ও সে [পর্ব-১০]

    সেদিন ও সে [পর্ব-১০]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]