সুখের লাগি চাহে প্রেম

রবি ঠাকুরের একটা গান আছে,”

এরা সুখের লাগি চাহে প্রেম,প্রেম মিলে না।শুধু সুখ চলে যায়!”

সত্যিই তো!!

ভালো থাকার জন্যই তো মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।অথচ মানুষ ভালোবাসে ঠিকই,তবে ভালো থাকতে পারে না!

জ্বলন্ত আগুনে ঝাপ দেয়ার নাম প্রেম-ভালোবাসা,যেটাকে সুখ ভেবে আমরা তার পিছনে দৌড়োই। ওটা আসলে সুখ নয়–কেবল মাএ সুখ নামের মরিচীকা মাত্র!

পৃথিবীতে কাউকে ভালোবেসে ঠিক কে ভালো থেকেছে?হাতে গোনা দু’একজন ছাড়া বাকি সবাই ভালোবাসার মানুষ নিয়ে নয়,বিরহ আঁকড়ে ধরে বেঁচে আছে!এটাই সব থেকে বড় বাস্তবতা!!

কত যন্ত্রণা পায় মানুষ!কিন্তু মানুষটা কখনোই নিজের হবে না জেনে ও তাকে ভালোবেসে যাওয়ার যন্ত্রণা খুব কমই আছে পৃথিবীতে।

ভালোবাসা মানুষকে সুখ তখনই এনে দেয়,যখন মানুষটা নিজের হয় কিংবা সঠিক হয়। যে মানুষটা কখনোই নিজের হবে না!সেই মানুষটাকে ভালোবেসে যাওয়া-সুখের থেকে কষ্টই বেশি দেয়!

হুমায়ুন আহমেদের একটা কথা আছে;“

মানুষ সব সময় ভুল মানুষকেই ভালোবাসে!”

মানুষ তবুও ভালোবাসে,কষ্ট পাওয়ার জন্য! যে কখনোই নিজের হবে না!

তার জন্যই মানুষ নিজের সব হাসি-আনন্দ হারিয়ে ফেলে!

আর সবচেয়ে বিব্রতকর আর যন্ত্রণার মূহুর্ত ঠিক তখনই হয়,যখন সেই ভালোবাসার মানুষটা হয়ে থাকে অন্য কারো!প্রতিবাদ করা যায় না,শুধু দূর থেকে দাঁতে দাঁত কামড়ে সহ্য করে যেতে হয়!

প্রেম-ভালোবাসায় নাকি সুখ মিলে!

কিন্তু আমি তো রবী ঠাকুরের মতোই জানি;“

কাকে ভালোবাসলে আর সেই মানুষটা নিজের না হলে;”

প্রেম-ভালোবাসা মিলবে তো দূরের কথা!জীবন থেকে সমস্ত সুখটুকুই হারিয়ে যায়!!

  • Related Posts

    কল্পনাতেই তুমি

    তুমি কী ঘুমাইছো?আমার তো ঘুম আহে না! কেন জানি বুকের মধ্যি চিনচিন কইরা ব্যতা করে পরানডা কেমন হায়-হুতাশ করে! আইচ্ছা! তুমি ক্যামনে ঘুমাও আমারে ছাড়া?অহন কি কাউরে জড়াই ধরো? কারো…

    মায়া বড়ই অদ্ভুত জিনিস

    তোমার মায়া’ডা আ’ইজো আমারে কাঁদায়” “তোমার মায়া’ডা আ’ইজো আমারে তাড়া কই’ড়া বেড়ায়! কি’আর করবার পারবা ক’উ..? একটু মি’ছা শান্তনা’টুকু তো দিবার পারো!! এই যে তোমার কথা মনে হই’লেই হাতে তুই’লা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেদিন ও সে [পর্ব-১০]

    সেদিন ও সে [পর্ব-১০]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৩]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    সেদিন ও সে [পর্ব-৮ & ৯]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫২]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব-৫১]