চিঠি নং: ০০৪

নিষ্করুন :- ঈর্ষায়িত ওয়ারদুন

তুমি আমার ঈর্ষায়িত শুল্কা দ্বাদশীর জোৎসাস্নাত নিঝুম রাত্রি

তুমি আষাঢ়ে বাদলের মধ্যো উঁকি দেওয়া সুশ্রিত আলোর ঝলক, এক বিকট সুন্দর।

তুমি বিলের মধ্যো গা ভাসিয়ে সাঁতরে বেড়ানো সব চাইতে নির্মল কোমল পালক যুক্ত ধবলী রাজহংসী।

যেন তুমিই প্রাকৃতি আবার প্রাকৃতিই তুমি

পুরুষ নাকি নারীকে কামনা করে দেহ ছোঁয়ার বাহানা খোঁজে।

কথাটি নির্ভুল সত্য তবে আমার কাছে বেমানান অগ্রহনযোগ্য আর নিন্দিত

ভূবনমোহীনি ওয়ারদুন—-

আমি ও সবার মতো তোমাকে কামনা করি।তবে প্রভাতের এক কাপ চা’তে

দুপরে এর গরম ধোঁয়া ওঠা ভাতে

তাল পাখার বাসাতে কাঁচের চুড়ির শব্দে।

তোমাকে কামনা করি ঝিলের পাড়ে দূর্বা ঘাসের উপর বসে গোধূলির সূর্যা অস্তে এবং অস্তাপারের সন্ধ্যা তাঁরায়

আরো গ্রগঢ় তিব্র কামনা করি অতন্দ্রা নিষক কালো শূন্যতা মাখা রাতে। যখন লেখার মতো কিছুই পাই না,না পাই কথা বলার মতো তোমাকে।

ওয়ারদুন–

আমি কামুক কালপুরুষ কামনা করি তোমায় আমার কপাল ফাটা তিব্র জ্বরে।

একটু তোমায় কামনা করি যেমন কামনা করে খোঁজে ঝড়ের দাপটে আশ্রয়হীন টুনটুনি তার নিরাপদ নীড়

ঠীক তেমন সল্প কামনা করি,মুখ লুকাতে খুঁজি তোমার শীতল বক্ষদেশ ছায়া ঘেরা নীড়

যেন সর্বদা কামনা করে চলেছি তোমার ২১ গ্রাম এর বিশুদ্ধ আত্মাকে

প্রবর রিপন~ বলেছিলো কবিরা নারীকে কামনা করে তবে স্পর্শ পায় না।

কিন্তু আমি তো কবি নই তবে আমি কেন তোমার সরিষা পরিমান স্পর্শ থেকে বঞ্চিত।এত দূরে লক্ষ কোটি মাইল যেমন অবস্থান করে নক্ষত্র

ইতি-

তোমার তিব্র কামনাকারী

  • Related Posts

    চিঠি নং: ০০৩

    সর্বদা প্রিয়- নীলান্জনা অবশেষে তোমারে যে পাইলো সে বুঝলোই না,তোমারে হারানোর কি যন্ত্রণা কি অবসাদ। তোমারে যে পাইলো সে বুঝলই না হূমায়ন আহমেদ এর অপেক্ষা উপন্যাস এর রস -সে বুঝলই…

    চিঠি নং: ০০২

    নার্সিগ কে লেখা কাজী নজরুল ইসলামের একমাত্র চিঠি কল্যাণীয়াসু,তোমার পত্র পেয়েছি সেদিন নব বর্ষার নবঘন-সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বারি ঝরছিল। পনের বছর আগে এমনি এক আষাঢ়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রণয় প্রহেলিকা [পর্ব- ৩১]

    প্রণয় প্রহেলিকা [পর্ব- ৩১]

    সেদিন ও সে [পর্ব-০১]  

    সেদিন ও সে [পর্ব-০১]  

    বাহারি স্বপ্ন [পর্ব-৩০]

    বাহারি স্বপ্ন [পর্ব-৩০]

    প্রণয় প্রহেলিকা [পর্ব-৩০]

    প্রণয় প্রহেলিকা [পর্ব-৩০]

    তৃষিত তরঙ্গ [পর্ব-০১]

    তৃষিত তরঙ্গ [পর্ব-০১]

    বেশ্যার লাশ | সাধুর নগরে বেশ্যা মরেছে

    বেশ্যার লাশ | সাধুর নগরে বেশ্যা মরেছে