একবার গরুর হাটে গিয়ে দেখি, একই সাইজের দুইটা গরুর দামে বেশ তফাৎ। জিজ্ঞাসা করলাম এই গরুটার দাম এত বেশি চাচ্ছেন কেন? গরুর মালিক বললো– এটা শিক্ষিত গরু। আমি অবাক হয়ে বললাম, গরু আবার শিক্ষিত হয় নাকি? লোকটি তখন বললো– গরু, ছাগল, ঘোড়া, উট ইত্যাদি সকল প্রাণীই শিক্ষিত হতে পারে। আমার গরু হাল চাষ করতে পারে, গাড়ি বইতে পারে, ঘানি টানতে পারে। এজন্য এই গরুর দাম বেশি। আর যেটার দাম কম সেটা কেবল জবাই করে খাওয়া যাবে।
আমি জিজ্ঞাসা করলাম, কখন একটা প্রাণী শিক্ষিত হিসাবে বিবেচিত হবে? তখন লোকটি বললো– কোনো প্রাণী যখন তার মালিকের ভাষা বোঝে, কথা শোনে তখন তাকে শিক্ষিত বলা যায়। যেমন– আমার গরুকে যদি ডানে যেতে বলি তাহলে সে ডানে যাবে, বামে বলে বামে যাবে, জোরে বা আস্তে চলতে বললে সে তা–ই করবে। যে কোনো প্রাণী যখন আপনার ভাষা বুঝবে, আপনার হুকুম মানা শিখবে তখন তাকে দিয়ে আপনি অনেক কিছু করাতে পারবেন আর যদি আপনার কথা না শোনে তাহলে আপনি তাকে দিয়ে কিছুই করাতে পারবেন না।
.
প্রশ্ন হচ্ছে- তাহলে শিক্ষিত মানুষ কারা? যারা তার মালিককে চেনে না, মালিকের হুকুম মানে না তারা কি শিক্ষিত হতে পারে?


![প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/photo_6212761625384044921_y.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/10/3cf51236-2d29-45c2-a963-4d58a217fde2.jpg)
![নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব ৫৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/05/IMG_20250529_231033.jpg)
![সেদিন ও তুমি [পর্ব-০২]](https://amarlekha.com/wp-content/uploads/2025/09/a-simple-light-colored-t-shirt-and-je.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/srthgerf.jpeg)