সর্বদা প্রিয়- নীলান্জনা
অবশেষে তোমারে যে পাইলো সে বুঝলোই না,তোমারে হারানোর কি যন্ত্রণা কি অবসাদ।
তোমারে যে পাইলো সে বুঝলই না হূমায়ন আহমেদ এর অপেক্ষা উপন্যাস এর রস
-সে বুঝলই না কবি গুরুর কবিতা ও গীতিকাব্যের মর্ম।
সে বুঝলই না উর্দু কন্ঠ শিল্পী নুসরাত ফাতেহ আলী সাহেব এর গাজালের মধ্যো তোমাকে নিয়ে জমে থাকা একরাশ অভিমান অভিযোগ।
অবেশেষে তোমারে যে পাইলো যে বুঝলই না তোমারে অবয়ব ছাড়াও ভালোবাসা যায় স্রষ্ঠার মতো
তোমার বলা কথামালা গুলোও তিলাওয়াত করা যায় আয়াতের মতো
সবশেষে তোমারে যে পাইলো সে জানলো না দূর থেকেও কোমল স্পর্শে স্পর্শ করা যায় তোমার নির্মল আত্মাকে
তোমারে যে পাইলো সে জানলই না চৈত্রের তপ্ত দুপুর কত দীর্ঘ
সে জানলই না পৌষের হাড় কাপানো শীতের কুয়াশা রাত কত দীর্ঘ
তোমারে যে পাইলো সে জানলো না প্রতিদিন সকাল সন্ধ্যা নতুন রুপে তোমার সৃত্মি মূর্তিকে পূর্জা অর্চনা করা যায়।
সব শেষে তোমারে পাবার প্রতিযোগিতায় আমারে পরাজিত করিয়া তোমারে যে জয় করলো।
সে আসলেই তোমারে পাইলো না
যেভাবে আমি পাইলাম তোমারে আমার শিরায় উপশিরায় মস্তিকে নিউরনে।
ইতি
তোমার অনিরুধ


![প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/photo_6212761625384044921_y.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/10/3cf51236-2d29-45c2-a963-4d58a217fde2.jpg)
![নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব ৫৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/05/IMG_20250529_231033.jpg)
![সেদিন ও তুমি [পর্ব-০২]](https://amarlekha.com/wp-content/uploads/2025/09/a-simple-light-colored-t-shirt-and-je.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/srthgerf.jpeg)