স্কুলের টিফিন থেকে শুরু করে ঈদের নামাজের পর সালামী। ঝালমুড়ি, চালতা, তেতুল, আম কিংবা আমড়ার আচার। মামার চটপটি, টনিক। কোন আইসক্রিম, লটারির আইসক্রিমে জিতে গিয়ে আরও একটা বোনাস আইসক্রিম পাওয়া। পাপর ভাজা, পাউরুটি, কটকটি, গাট্টা মিঠাই অথবা এলপেনলিভে চকলেট (২টা)।
সব পাওয়া যেত এই নোট টা দিয়ে। আমরা যখন খুব ছোট, সবেমাত্র স্কুলে যাই, প্রাইমারিতে পড়ি। সেই সময়টায় এই একটা নোট ছিল খুব দামী। মনে হতো, এই একটা নোট দিয়ে দুনিয়ার সব কেনা যায়। নতুন নোট পেলে খরচ করতাম না। জমিয়ে রাখতাম।
আমাদের শৈশব এই একটা নোটের সাথে খুব করে জড়িয়ে আছে। তাই এটা কেবল একটা দুই টাকার নোট না। এটা একটা আবেগ। দুই টাকার নোট মানে ভালোবাসা। দুই টাকার নোট মানে আমার সোনালি শৈশব। ❤️❤️❤️




![সোহাগি সাঁঝমল্লার [পর্ব-০১]](https://amarlekha.com/wp-content/uploads/2025/11/31a7a4da-aab9-4232-b478-dce9bb26ec9c.jpg)
![প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/photo_6212761625384044921_y.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৯]](https://amarlekha.com/wp-content/uploads/2025/10/3cf51236-2d29-45c2-a963-4d58a217fde2.jpg)
![সেদিন ও তুমি [পর্ব-০৩]](https://amarlekha.com/wp-content/uploads/2025/09/photo_6107219645971499828_y.jpg)