আমি তোমার ব্যাথায় ব্যাথীত!!

~”তুমি অন্য পুরুষের হাত ধরে হাঁটো

আমি নিজ চোখে তা দেখিতে বাধ্য!!”

কিছু বলার অধিকার নেই‍‍!

কারণ আমি এক তরফা ভালোবাসায় সীমাবদ্ধ!

“হ্যা একতরফা ভালোবাসা”!

একতরফা ভালোবাসা সত্যিই খুব কাঁদায়!!

একতরফা ভালোবাসা এই পৃথিবীর বুকে!

কখনোই দীর্ঘ স্থায়ী নয় কখনো হতে পারে না!!

একদিক থেকে যদি ভালোবাসা হয় তাহলে তাকে আসলে ভালোবাসা বলে না!!

“আমরা এই ভুলটাই করি”!!

একটা মানুষকে ভালোবাসলে জীবন দিয়েই ভালোবাসি!

কিন্তু নিজেকে এই প্রশ্ন টা করার প্রয়োজন ও মনে করি না!!

সেও কি আমায় ভালোবেসে সে ও কি আমার মতো করে ভাবে!!

আসলে আমরা ভালোবাসা মানুষ টার প্রতি অন্ধ বিশ্বাস রাখি বলেই এমটা হয়!!

এই অন্ধ বিশ্বাসের কারণে আমরা বার বার ঠকি। ঠক’তে ঠক’তে নিজের প্রতিই নিজের বিশ্বাস টা’ই হারিয়ে ফেলি!

“এ আবার কেমন বিশ্বাস”!

যে বিশ্বাসের মূল্য’ই নেই মানুষের কছে!!

প্রিয় মানুষ’টি দীর্ঘদিন একসাথে থাকার পর অন্ধ’বিশ্বাস ভেঙে যখন অন্যের হাতে হাত রাখে!

তখন নিজের কাছে নিজেকে’ই লজ্জিত মনে হয়!নিজের বিশ্বাস কে নিজে’ই ঘৃনা করি!!

~প্রিয় মানুষটি যখন অন্যের হাতে হাত রেখে হাটে তা নিজ চোখে দেখতে বাদ্য থাকি!আর বুকের ভেতরে হওয়া চাপা কষ্টকে বুকেই কবর দেই!!

“আমার অনেক কষ্ট হয়”

প্রিয় মানুষ হারানোর কষ্ট ”

“আমার অনেক কষ্ট হয়”

প্রিয় মানুষের বদলে যাওয়া দেখে”

“আমি আবারও বলি”

“দিন শেষে আমার প্রাপ্য ছিলো এটাই”!

আমি তোমার ব্যাথায় ব্যাথীত!!

“তুমি অন্য পুরুষের হাত ধরে হাঁটো

আমি নিজ চোখে তা দেখিতে বাধ্য!!”

কিছু বলার অধিকার নেই‍‍!

কারণ আমি এক তরফা ভালোবাসায় সীমাবদ্ধ!

  • Related Posts

    কল্পনাতেই তুমি

    তুমি কী ঘুমাইছো?আমার তো ঘুম আহে না! কেন জানি বুকের মধ্যি চিনচিন কইরা ব্যতা করে পরানডা কেমন হায়-হুতাশ করে! আইচ্ছা! তুমি ক্যামনে ঘুমাও আমারে ছাড়া?অহন কি কাউরে জড়াই ধরো? কারো…

    সুখের লাগি চাহে প্রেম

    রবি ঠাকুরের একটা গান আছে,” এরা সুখের লাগি চাহে প্রেম,প্রেম মিলে না।শুধু সুখ চলে যায়!” সত্যিই তো!! ভালো থাকার জন্যই তো মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।অথচ মানুষ ভালোবাসে ঠিকই,তবে ভালো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৭]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৭]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৮]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৮]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব ৫৮]

    নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব ৫৮]

    সেদিন ও তুমি [পর্ব-০২]

    সেদিন ও তুমি [পর্ব-০২]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৭]

    মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৭]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৬]

    প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৬]