অতিরিক্ত গুরুত্ব
“কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে নেই,,, কারণ আপনি যেটুকু বেশি গুরুত্ব দিতে যাবেন, মানুষ আপনাকে ঐটুকু পরিমাণ সস্তা ভাবতে শুরু করবে !!
.জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেয়া দরকার… একটু কঠোর হওয়া দরকার… যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন… যে আপনাকে যেটুকু ইগনোর করে, আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন… একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন !!
.দুনিয়ায় এখন ভালো মানুষের কদর কম, নেই বললেই চলে… সেখানে আপনি নিজেকে যতই ভালো মানুষ হয়ে চলেন না কেনো, দিনশেষে কিছু সংখ্যক মানুষ আপনাকে ঠিক সহানুভূতি আর করুণাই দেখাবে কিন্তু মূল্য দিতে আসবে না… কারণ আজকাল যোগ্য ব্যক্তির থেকে অযোগ্য ব্যক্তির দাম বেশি !!
.খেয়াল করলে দেখবেন আপনি যে মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন কিংবা যার কথা প্রতিমুহূর্তে মনে রাখেন, সেই মানুষটার মনের মধ্যে আপনি নেই… ঐ মানুষটা এমন কাউকে নিয়ে ভাবনায় থাকে যে তাকে অবহেলা করে, দাম দেয় না… মানুষ যেটা পায় সেটা ভালো হলেও কদর করে না, আর যেটা পায় না সেটা খারাপ হলেও মহা মূল্যবান ভাবতে শুরু করে !!
.কাউকে ততটুকুই গুরুত্ব দিন যতটুকু সে আপনার থেকে ডিজার্ভ করে… তার প্রাপ্যের থেকে যদি আপনার গুরুত্ব দেয়ার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ঐ মানুষটা আপনাকে গুরুত্ব দেয়া কমিয়ে দিবে… কারণ সে না চাইতেই আপনার থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে… সবকিছুই সমানে সমান হতে হয়, এটাই আত্মসম্মান !!
.যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, সেই মানুষটাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত… যে আপনাকে গুরুত্ব দেয় না, সময় দেয় না, সেই মানুষটার কাছে গুরুত্ব আশা করাটাই আপনার বোকামি… ভুল মানুষের কাছে গুরুত্ব চাইতে হয়, সময় চাইতে হয়… সঠিক মানুষটার কাছে কখনো গুরুত্বহীন হতে হয় না… সময় চাইতে হয় না !!
.কাউকে গুরুত্ব দিয়ে যখন গুরুত্ব পাচ্ছেন না, তখন তার থেকে নীরবে সরে আসুন… নিজেকে গুরুত্ব দিতে শিখুন… যে ব্যক্তি নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ গুরুত্বহীন করতে পারে না… অন্যকে গুরুত্ব দিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে, অথচ নিজেকে গুরুত্ব দিলে শুধু জিতেই যাওয়া যায়, ঠকার কোনো সুযোগ নেই !!”


![প্রজাপতি আমরা দুজন [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/photo_6212761625384044921_y.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/10/3cf51236-2d29-45c2-a963-4d58a217fde2.jpg)
![নবোঢ়া: আগুনফুলের আত্মনিবেদন [পর্ব ৫৮]](https://amarlekha.com/wp-content/uploads/2025/05/IMG_20250529_231033.jpg)
![সেদিন ও তুমি [পর্ব-০২]](https://amarlekha.com/wp-content/uploads/2025/09/a-simple-light-colored-t-shirt-and-je.jpg)
![মেঘের দেশে প্রেমের বাড়ি [পর্ব-০৭]](https://amarlekha.com/wp-content/uploads/2025/07/srthgerf.jpeg)